“চকরিয়া জমজম হাসপাতাল” সাময়িক বন্ধ ঘোষণা

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ কক্সবাজারের চকরিয়া জমজম হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ডাঃ হুমায়ুন নামে বিএমডিসি (রেজিঃনং-৮৪১৩৮) করে চিকিৎসা সেবা কার্যক্রম চালায়।মধ্যখানে সেই হুমায়ুনের নামের স্হলে ডাঃ মাইশা সাদের নাম বসিয়ে রেজিষ্টেশন নবায়ন।এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডাঃ শেখ দাউদ আদনান বিএমডিসির ডাটাবেজ চেক করেন।এসময় তথ্য গোপনে বিএমডিসির রেজিষ্টেশনের দায়ে,হাসপাতালটির সকল বিভাগের কার্যাক্রম সাময়িক বন্ধ ঘোষনা করে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিপত্র জারি করা হয়েছে।
জমজম হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন,চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার,পরিকল্পনা কর্মকর্তা(ইনর্চাজ) ডাঃ শোভন দত্ত।
তিনি বলেন-উপজেলাস্হ জমজম হাসপাতালের কর্তৃপক্ষ বিএমডিসি রেজিষ্টেশন ভূল তথ্য দিয়ে ডাঃ হুমায়ুন নামের স্হলে মাইশা সাদের নাম বসিয়ে রেজিষ্টেশন করা।সেই সঙ্গে ভ্রাম্যমান আদালত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমবিবিএস নামের একজন ভূঁয়া ডাঃ হুমায়ুনকে ধরে যাচাই-বাচাইয়ের মাধ্যমে সাজা ও জরিমানা করেন।সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বিএমডিসির ডাটাবেজ চেক করার ফলে উক্ত হাসপাতালের নবায়নেও তথ্য গোপনের দুইটি নাম পায়।এতে জমজম হাসপাতালের সকল কার্যাক্রম বন্ধ রাখার নির্দেশ জারি করে পরিপত্র জারি করেছেন স্বাস্থ্য বিভাগ।এই চিঠি সিভিল সার্জন মহোদয়ের দপ্তর থেকে গত বুধবার আমার দপ্তরে পৌছে।তখন আমি চিঠিটি জমজম হাসপাতালে পৌছিয়েছি।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালের কার্যাক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর