শিরোনাম :
৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গাঁজাসহ একজন রোহিঙ্গা নারী গ্রেফতার সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড জুলাই গনহত্যার বিচার তরান্বিত করে সাম্য ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে কক্সবাজারের জুলাই পদযাত্রা সফল করতে উখিয়ায় সংবাদ সম্মেলন কক্সবাজারে সেমিনার তৃনমুল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ সমাবেশ বিএনপি থেকে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান মালুমঘাটে সৌদিয়া বাস আর জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-,আহত-২ অপহরণকারী গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

নিউজ রুম / ৯৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ কে যৌথ বাহিনী গ্রেফতার করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ কে গ্রেফতার করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনী থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহ গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে এবং ৪ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসানুল্লাহকে গ্রেফতার করে।

পুলিশ ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে যৌথবাহিনী কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর নামে অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা, ভূমি দখল সহ ১০ টি সুনির্দিষ্ট মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে।

এহসান উল্লাকে আটকের পর কক্সবাজার সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে ও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এহসান উল্লাহ গত ১৮ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং ০৪ আগস্ট ২৪ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ এর সাথে জড়িত থাকার কথা

জানিয়ে উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  এহসান উল্লাহ, চলমান দুর্গাপূজা উৎসবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং পূজা মণ্ডপ ও পূজারীদের ওপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর