বিডি প্রতিবেদক কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নে মা ও-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেন।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ আরমান হোসাইন।
উদ্ধার মরদেহ দু’টি স্থানীয় নুরুল আবছারের স্ত্রী রুবি আক্তার (৩০) ও মেয়ে জারিয়া আক্তারের (৬)।
স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়িতে গেলে রান্নাঘরে স্ত্রী ও মেয়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্বামী নুরুল আবসার। সাথে সাথে তার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে আসলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত বিষয়টি তদন্ত করছে। ঘটনাস্থল থেকে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।