প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৮:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১১:১৪ পি.এম
মহেশখালীতে মধ্যরাতে ঘরে ঢুকে গুলি করে নারীকে হত্যা
বিডি প্রতিবেদক :
কক্সবাজারের মহেশখালীতে মধ্যরাতে ঘরে ঢুকে স্বামী পরিত্যক্ত এক নারীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
বুধবার মধ্যরাত ২ টার পর মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ির ফকিরারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ।
নিহত ফরিদা ইয়াসিন সৈয়দা (৩০) ওই এলাকার মৃত ছৈয়দ আহমেদের মেয়ে।
স্থানীয়দের বরাতে কায়সার হামিদ বলেন, মধ্যরাতে অজ্ঞাত একদল দূর্বৃত্ত ঘরে প্রবেশ করে ওই নারীকে উপর্যুপরি কয়েকটি গুলি করে হত্যা করে। এসময় গোলাগুলির খবর শুনে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।
কায়সার জানান, স্বামী পরিত্যক্ত এই নারীকে কারা, কি কারণে গুলি করে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তারপরও ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
Email : bdworld24net@gmail.com