শিরোনাম :
নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ক্যাম্পে ৪ রোহিঙ্গা খুন : আরসা প্রধান আতাউল্লাহর ৩ দিনের রিমান্ড ভারী বৃষ্টিতে শহর জুড়ে জলাবদ্ধতা কক্সবাজারে সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু এবং দুইজন নিখোঁজে প্রধান উপদেষ্টা ও তাসনিম জারাকে নিয়ে কটুক্তি, মহেশখালীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রেজাউল বরখাস্ত, উখিয়ায় খাল থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার রাজাপালং এমদাদুল উলুম মাদ্রাসায় বৃহৎ ইসলামিক লাইব্রেরি স্থাপনের ঘোষণা দিলেন শাহজাহান চৌধুরী পেকুয়ায় ১৬একর চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা দুই যুগ ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি লালজান পাড়া-রব্বত আলী পাড়া সড় মালুমঘাটে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেন র্দূবৃত্তরাঃ এসআই সঞ্জীব প্রত্যাহার

রামুতে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

নিউজ রুম / ১৩০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
Screenshot

সাকলাইন আলিফ :
কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত আব্দুল হক (৪৭) রামুর রাজারকূল ইউনিয়নের ঢালারমুখ এলাকা মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।
স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ী থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়িতে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছলে একদল একপাশ বন্যহাতির সম্মুখে পড়েন। এসময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাজারকূল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। এতে স্থানীয়রা আতংকে রয়েছেন। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়ীসহ জানমালের ক্ষতি হচ্ছে।
ওসি ইমন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনগত ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর