
সাকলাইন আলিফ :
কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত আব্দুল হক (৪৭) রামুর রাজারকূল ইউনিয়নের ঢালারমুখ এলাকা মোহাম্মদ হোসেন ওরফে মাদুর ছেলে। তিনি ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।
স্থানীয়দের বরাতে ইমন কান্তি চৌধুরী বলেন, ভোরে আব্দুল হক ব্যবসায়িক কাজে বাড়ী থেকে বের হন। পরে নাইক্ষ্যংছড়ি সোনাইছড়িতে ধান আনতে চিকনছড়ি এলাকায় পৌঁছলে একদল একপাশ বন্যহাতির সম্মুখে পড়েন। এসময় হাতির আক্রমণে পদপিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
রাজারকূল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। গত কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির উৎপাত বেড়েছে। এতে স্থানীয়রা আতংকে রয়েছেন। লোকালয়ে নেমে আসা বন্যহাতির হানায় বসত বাড়ীসহ জানমালের ক্ষতি হচ্ছে।
ওসি ইমন কান্তি চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে আইনগত ব্যবস্থা নেওয়ার পর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।