প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১০:৫৮ পি.এম
কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত
বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মুজিবুর রহমান ( ৩৫ ) কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হালিমা পাড়ার আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।
নিহতের মা মরিয়ম বেগম বলেন, তার ছেলে মুজিবুর রহমানের সঙ্গে স্থানীয় হালিমা পাড়ার জনৈক মোহাম্মদ হোসেন ওরফে গুজা মাছনের ছেলে মো. মোস্তফার মধ্যে একটি ইজিবাইক বিক্রির লেনদেন নিয়ে বিরোধ ছিল। ইতিপূর্বে স্থানীয়ভাবে ওই বিরোধের মিমাংসা হয়েছিল।
“ রোববার সন্ধ্যায় আমার ছেলে মুজিবুর রহমান ইফতার শেষে বাড়ীতে অবস্থান করছিল। এসময় জনৈক যুবকহ তাকে বাড়ী থেকে ডেকে স্থানীয় একটি ইজিবাইক নিয়ে যায়। পরে স্থানীয়দের কাছে খবর পান আমার ছেলেকে কে বা কারা ছুরিকাঘাত করে খুন করেছে। “
তিনি বলেন, “ স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় হালিমা পাড়ার বাসিন্দা মোস্তফা, তার ভাই আনোয়ার ও ভাগিনা হামিদ সহ আরও কয়েকজন মিলে ইজিবাইকের গ্যারেজের মধ্যে অতর্কিত মুজিবুর রহমানকে মারধর শুরু করে। এক পর্যায়ে হামলাকারিরা তাকে উপর্যুপরি কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুজিবুর রহমানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। “
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াছ খান বলেন, সন্ধ্যায় শহরের বউবাজার এলাকায় এক যুবককে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের কয়েকজন লোক মারধর ও ছুরিকাঘাত করে খুন করার খবর পায় পুলিশ। পরে পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয় তথ্য দিয়ে তিনি বলেন, “ প্রাথমিকভাবে একটি ইজিবাইকের দ্বন্ধ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধের তথ্য পাওয়া গেছে। ঘটনার তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। “
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ইলিয়াছ খান।
তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Email : bdworld24net@gmail.com