বিডি প্রতিবেদক :
কক্সবাজারের মহেশখালীতে ইজিবাইক চাপায় ৬ বছরের একটি শিশু মারা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, আজ শনিবার সকাল ৭ টার দিকে মহেশখালীর গোরকঘাটা জনতা বাজার সড়কের বড় মহেশখালী এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় ৬ বছরের এক শিশু মারা যায়। নিহত শিশু বাবু বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা গ্রামের মোহাম্মদ আলম এর পুত্র বলে জানিয়েছে পুলিশ।
জনতা ইজিবাইক চালককে আটক করে পুলিশে দিয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে পুলিশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।