প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ১:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১:২২ পি.এম
রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক মো. নাছির উদ্দিন।
নিহত জাহিদুল ইসলাম (২৫) কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের সওদাগর পাড়ার মনসুর আলমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক।
তবে হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী বলে তথ্য দিলেও আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, সোমবার সকালে রামু রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় কক্সবাজারমুখি মালবাহী একটি ট্রাক সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গাড়ী দুইটি সড়কের পাশের বিলে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছে বলে জানান,.হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
নাছির উদ্দিন জানান, আহতরা রামু হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের লাশ সেখানে রয়েছে।
নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
Email : bdworld24net@gmail.com