রাইতুল রাহাত :
কুতুবদিয়ায় ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য প্রজেক্টর বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভুমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেনসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ৪৬ টি প্রজেক্টর তুলে দেন।