বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরে র্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন গুদামে মজুদ রাখা ৪৮০ কেজি পলিথিন জব্দ করেছে। এসময় ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার বিকেলে কক্সবাজার শহরের বাজারঘাটা ও বড় বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এসময় সাথে ছিলেন র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম।

এসময় র্যাব জানায়, সপ্তাহখানেক আগে শহরের বাজারঘাটা, বড় বাজার এলাকায় পলিথিন উৎপাদন, মজুদ ও বিপনন বন্ধে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সতর্ক করা হয় ব্যবসায়ীদের। এরপরও ব্যবসায়ীরা পলিথিন মজুদ ও বিপনন করছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়েছে।