প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৫, ১১:৩৭ এ.এম
১০ টাকায় প্রবারণা বাজার”- সম্প্রীতির অনন্য এক উদাহরণ!
বিডি প্রতিবেদক :
প্রবারনা পুরনিমা উৎসবকে সামনে রেখে ৬ অক্টোবর সকাল ১১ টায় কক্সবাজারের
রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহার মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে “১০ টাকায় প্রবারণার বাজার” নামে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়। উক্ত প্রোগ্রামের স্লোগান ছিল “সবাই মিলে উৎসব সবাই মিলে বাংলাদেশ” ।
দিনব্যাপী উক্ত প্রোগ্রামে কক্সবাজার, রামু,চৌফলদন্ডি,নাইক্ষংছড়ির বিভিন্ন নিম্ন আয়ের এলাকা থেকে সহস্রাধিক শিশু,মহিলা ও বৃদ্ধ মানুষ অংশগ্রহণ করেন এবং নাম মাত্র মুল্যে নতুন কাপড় কিনেছেন ও পরিবারের জন্য বাজার করেছেন। এসব মানুষের আসা যাওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা ছিল। এছাড়াও সবার জন্য ছিল নানা প্রকার মিষ্টিমুখের ব্যবস্থা।
এই আয়োজনে সারবিক সহযোগিতা করেন রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহার কতৃপক্ষ।
চাল,ডাল,চিনি,নারকেল,সুজি,ডিম,তেল সহ প্রায় ২৬ রকমের পণ্য দিয়ে সাজানো হয়েছিল একটা বিশাল সুপারশপ। যেখানে মাত্র ৫০ পয়সা দিয়ে ১কেজি চাল যেমন পাওয়া যাচ্ছে তেমনি পাওয়া যাচ্ছে ১ টাকায় ১ পিস শার্ট,৪ টাকায় শাড়ি কিংবা ৩ টাকায় লুংগি। ৫০ পয়সায় ১ কেজি সুজি, ৩ টাকায় ১ লি: তেল কিংবা ২ টাকায় ১ প্যাকেট নুডলস। প্রতি পরিবার ১০ টাকা দিয়ে ১ হাজার টাকার অধিক পণ্যসামগ্রী নিজের পছন্দ মতো বাছাই করে ক্রয় করতে পারবেন।
রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহারের আবাসিক প্রধান শ্রীমত তাপসসেন ভিক্ষু বলেন "বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রবারণা উপলক্ষে সকল ধরমের বঞ্চিত মানুষের অংশগ্রহণে যে আয়োজন আজ করেছে তা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে। আমরা এই আয়োজনে সহযোগিতা করতে পেরে নিজেদের ধন্য মনে করছি"
বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন,সারাবিশ্বে ধর্মীয় সম্প্রীতি এখন শতাব্দীর সর্বনিম্ন পর্যায়ে আছে। সবাই হানাহানির মাঝে সমাধান খুজে। তাই আমরা এসব উৎসব কে ঘিরে সারা বিশ্বে সম্প্রীতির বার্তা পৌছে দিতে চাই। আমাদের হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতিকে ধরে রাখতে চাই। আজকের ১০ টাকার প্রবারণা বাজারে যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে তাদের বেশিরভাগ মুসলিম হলেও সিংগভাগ গ্রহীতারা বৌদ্ধ ধর্মের। বিদ্যানন্দ সাহায্যের ক্ষেত্রে সবসময়ই জাত ও ধর্ম নিরপেক্ষ।
উৎসবে অংশ নেয়া ক্ষেমাসিং মারমা বলেন “আমরা ভাবতেও পারিনি প্রবারনা উৎসবে আমাদের দরিদ্র সমাজের জন্য কেউ এত আনন্দ আয়োজন করবে! আজ আমরা খুব খুশি বিদ্যানন্দ এই আয়োজন করেছে। তাঁরা নতুন কাপড় দিয়েছে, ১০ টাকা দিয়ে হাজার টাকার বেশি প্রবারনার বাজার করতে পেরেছি, আমি খুব খুশি”
Email : bdworld24net@gmail.com