প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৩:৪৫ পি.এম
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা
সাকলাইন আলিফ :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,
মুক্তিযুদ্ধের মহান বিজয়ের প্রাক্কালে দেশের আলোর দিশারী বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যাঁদের মধ্যে ছিলেন প্রগতিশীল লেখক,শিক্ষক, সাংবাদিক, শিল্পীসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবী।
তিনি বলেন,
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা একটি বৈষম্য মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পারবো।
সভায় পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ আল মারুফ,
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,সাবেক হুইপ শাহজাহান চৌধুরী,সিভিল সার্জন ডা মোহাম্মদুল হক,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন বাহারীসহ বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যমকর্মী,
ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,বাংলাদেশকে শতবছরের জন্য পিছিয়ে দিতে এবং মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে হানাদার বাহিনী আর তাদের দোসররা এ হত্যাকান্ড ঘটিয়েছে।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং তাঁদের নৈতিকতা থেকে শিক্ষা নিয়ে একটি নিরাপদ ও বঞ্চনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে বলে জানান তারা।
Email : bdworld24net@gmail.com