বিডি প্রতিবেদক :
মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে এই স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে বিমান বাস ট্রেন সহ নানা বাহনে ঢাকায় যাচ্ছে ২০ হাজার নেতা কর্মী। তারেক রহমানের বাংলাদেশ আগমনে প্রাণ চাঞ্চল্য ফিরেছে কক্সবাজার বিএনপিতে। সর্বত্র আলোচনার প্রধান বিষয় তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন। দেওয়া হয়েছে বিশেষ ট্রেন।

২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছেন ২০ হাজার নেতা কর্মী। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, বাস মাইক্রোবাস, ট্রেন ও বিমানে করে ঢাকায় যাচ্ছে প্রায় ২০ হাজার নেতা কর্মী। ইতিমধ্যে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় চলে গেছেন বলে জানান তিনি। পাঁচ শতাধিক বাস মিনিবাস, মাইক্রো নিয়ে মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ২৫ তারিখ সকাল আটটার মধ্যে কুড়িল বিশ্বরোড মোড়ে কক্সবাজার থেকে যাওয়া নেতাকর্মীরা ঝড়ো হবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির এ দপ্তর সম্পাদক । তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কক্সবাজার বিএনপিতে প্রাণচাঞ্চল্য ফিরেছে। বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকার পথে ছুটছেন প্রিয় নেতাকে সামনাসামনি দেখার জন্য। আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে দেখার জন্য।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, দলীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগেই ঢাকা যাওয়া শুরু করেছে। দলের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরেছে। আমি নির্বাচনের প্রার্থী হয়েও নির্বাচনের দিকে মন বসাতে পারছিনা প্রিয় নেতার আগমন দেখার জন্য।
সবাই নিজ উদ্যোগে চলে যাচ্ছেন ঢাকায়।
উখিয়া উপজেলা বিএনপি'র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, উখিয়া-টেকনাফের শত শত নেতাকর্মী ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখার জন্য ঢাকার পথে রয়েছেন। সবার মাঝে অন্যরকম একটি আগ্রহ প্রিয় নেতাকে দেখার।
টেকনাফ উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জানিয়েছেন, টেকনাফ থেকে অনেক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় চলে গেছে। কক্সবাজার থেকে অনেকেই বিমানযোগে ঢাকায় পৌঁছে গেছে।
বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বিপণন কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন,২৪ ডিসেম্বর রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরাদ্দকৃত বিশেষ ট্রেন। ৫০৪টি আসনের এ বিশেষ ট্রেনে নিজ উদ্যোগে নেতাকর্মীরা ভ্রমণ করবেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামিমারা স্বপ্না।