শিরোনাম :
মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত এবং তিনজন আহত

এসডিজি অর্জনে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্টের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন চর্চা করছে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্

নিউজ রুম / ৮১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি ::
২০৩০ সালের মধ্যে ’সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) অর্জনে সরকার নিরিবিচ্ছন্ন কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে এসডিজি’র অন্যতম লক্ষ্য পয়ঃবর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় সরকারী-বেসসরকারী সব সংস্থার অংশগ্রহণ এবং উপকারভোগী স্থানীয় জনগোষ্ঠীকে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর স্থায়ীত্বশীলতা ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্।
বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগাপাড়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ক্যাটস-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত পরিশোধণ প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন৷
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর ক্যাটস-২ প্রকল্পের আওতায় পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর প্রশংসা করে বক্তারা বলেন, কমিউনিটি পর্যায়ে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর মাধ্যমে নিরাপদ স্যানিটেশন চর্চা পর্যায়ে নিশ্চিত করা যায়। তাই এটির উপর জন অংশগ্রহনের গুরাত্বারোপ করা হয়।
এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সুচনা বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর নির্বাহী পরিচালক এস এম এ রশীদ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এনজিও ফোরাম এর বিভিন্ন প্রকল্পের সফলতা তুলে ধরেন।
এসময় ইউনিসেফ এর ওয়াশ ম্যানেজার বিশনু পোখরেল, ইউনিসেফ প্রতিনিধি জাহিদুল মামুন ও মোহাম্মদ আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সনজিৎ কুমার মিত্র, এনজিও ফোরামের হেড অফ প্রোগ্রাম মোঃ তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকার ও কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।


আরো বিভিন্ন বিভাগের খবর