সংবাদ বিজ্ঞপ্তি ::
২০৩০ সালের মধ্যে ’সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড (এসডিজি) অর্জনে সরকার নিরিবিচ্ছন্ন কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে এসডিজি’র অন্যতম লক্ষ্য পয়ঃবর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় সরকারী-বেসসরকারী সব সংস্থার অংশগ্রহণ এবং উপকারভোগী স্থানীয় জনগোষ্ঠীকে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর স্থায়ীত্বশীলতা ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্।
বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দরগাপাড়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ক্যাটস-২ প্রকল্পের উদ্যোগে আয়োজিত পরিশোধণ প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন৷
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান।
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর ক্যাটস-২ প্রকল্পের আওতায় পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর প্রশংসা করে বক্তারা বলেন, কমিউনিটি পর্যায়ে পয়ঃবর্জ্য পরিশোধণ প্লান্ট এর মাধ্যমে নিরাপদ স্যানিটেশন চর্চা পর্যায়ে নিশ্চিত করা যায়। তাই এটির উপর জন অংশগ্রহনের গুরাত্বারোপ করা হয়।
এনজিও ফোরামের প্রকল্প সমন্বয়কারী মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় সুচনা বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
সভায় এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর নির্বাহী পরিচালক এস এম এ রশীদ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে এনজিও ফোরাম এর বিভিন্ন প্রকল্পের সফলতা তুলে ধরেন।
এসময় ইউনিসেফ এর ওয়াশ ম্যানেজার বিশনু পোখরেল, ইউনিসেফ প্রতিনিধি জাহিদুল মামুন ও মোহাম্মদ আলী, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সনজিৎ কুমার মিত্র, এনজিও ফোরামের হেড অফ প্রোগ্রাম মোঃ তরিকুল ইসলাম এবং স্থানীয় সরকার ও কমিউনিটির প্রতিনিধিরা বক্তব্য রাখেন।