চাঁদপুর প্রতিনিধি :
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শিরোপা জয়ে চাঁদপুরে বাঁধভাঙা উল্লাস সমর্থকদের। ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। ৩৬ বছর পর শিরোপা হাতে বাড়ি ফিরবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার শিরোপা জয়ে উন্মাদনার হাওয়া ছড়িয়ে পড়েছে চাঁদপুর শহরের অলি গলিতে।
ফুটবলপ্রেমীরা বড় পর্দায় তার প্রিয় দলের খেলা দেখতে বেশি আগ্রহী। তাই রবিবার ফাইনালে রাত ৯ টায় আর্জেন্টিনা ফ্রান্স এর খেলাকে কেন্দ্র করে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলপ্রেমীরা। এখানে প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখতে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। পর্দায় ছোট বড় সব বয়সী মানুষই আনন্দ উল্লাসের সঙ্গে খেলা উপভোগ করেন।
গোল হলেই চিৎকার দিয়ে উঠেন সমর্থকরা। এককথায় বড় পর্দায় খেলা দেখে ক্রীড়াপ্রেমীরা অনেক উচ্ছ্বসিত হন। এখানে খেলা দেখতে দর্শকদের রীতিমতো ঢল নামে। খেলার সময় দর্শকদের উপচে পড়া ভিড়ের কারণে মাঠটি স্টেডিয়ামের রূপ ধারণ করে। খেলা শেষে শহর জুড়ে বিশাল আনন্দ মিছিল বের করে আর্জেন্টিনার সমর্থকরা।