ক্রীড়া ডেস্ক :
আর্জেন্টিনা ও ফ্রান্সের মহাযুদ্ধ শুরুর আগে গ্যালারি ভর্তি কাতারের লুসেইল স্টেডিয়ামে আনা হয় বিশ্বকাপের ট্রফি। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং স্পেনের প্রাক্তন ফুটবলার ইকার ক্যাসিয়াস এই ট্রফি নিয়ে আসেন মাঠে।
যে কাপের স্বপ্নে মরিয়া লড়াই চলেছে মাসব্যাপী, সেই কাপের পাশে দীপিকা! মুহূর্তেই ভাইরাল হয় ছবি। সোশাল মিডিয়া জুড়ে বাহবাও কম কুড়াননি মুক্তি প্রতীক্ষিত ‘পাঠান’ এর এই অভিনেত্রী!
মূলত, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা বর্তমানে ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুইস ভুইটন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলতি বছরের মে মাসে ওই সংস্থার দূত হয়েছেন তিনি। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যে ফাইনাল শুরুর আগে যে বক্সে করে ট্রফি নিয়ে আসা হয়, সেটি ওই ফরাসি ব্র্যান্ডের। সেই কারণেই ফিফা বিশ্বকাপের ফাইনালের মুহূর্তে ট্রফির উপর থেকে পর্দা সরানোর সুযোগ পান তিনি।
প্রায় ৬ কেজির ওই ট্রফি বক্সটি ১৮ ক্যারট সোনা এবং ম্যালেকাইট দিয়ে তৈরি। মাঠে নিয়ে আসার সময় ট্রফির যেনো কোনও ক্ষতি না হয়, সেই বিষয়টি নজরে রেখে ওই বিশেষ বাক্স তৈরি করা হয়।
ফরাসি এই কোম্পানি বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে একটি বিজ্ঞাপনও প্রচার করেছিলো। যা বেশ সাড়া ফেলে।