জিয়াউল হক জিয়া :
চকরিয়ায় লেগুনা গাড়ী তল্লাশি করে ইয়াবাসহ আজিজুল হক ভূট্রো (৪২) নামের এক যুবককে আটক করেন থানা পুলিশ।
বুধবার(১১ জানুয়ারি) সকাল ৯টা ৫মিনিটের সময় উপজেলার ডুলাহাজারাস্হ বনবিভাগের চেকগেট থেকে তাকে আটক করা হয়।
আটক-আজিজুল হক ভুট্টো (৪২)উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নেের সিকদার পাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মহাসড়কের ডুলাহাজারাস্হ বনবিভাগের চেকগেট এলাকায় লেগুনা গাড়ী তল্লাশি করা হয়।গাড়ীতে থাকা ভূট্রো নামের একযাত্রী থেকে ৭হাজার ৬শত পিস ইয়াবা পাওয়া যায়।পরে তাকে আটক করে থানায় আনা হয়েছে।আটক যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে আদালতে সোপর্দ্দ করা হবে।