জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযান ৬হাজার ২শত পিস ইয়াবা সহ ১জন নারী আরেক ১জন পুরুষ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার রাত ১১টা ৪৫মিনিটের সময় চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ রিংভং চেকগেট ভাঙ্গা বিল্ডিংনের সামনে যাত্রীবাহী বাস তল্লাশী করে,তাদেরকে আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোর্শেদা আকতার (৩১), নারায়ণগঞ্জ জেলার, ফতুল্লা থানার কাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোলাইল গ্রামের মোবারকের মেয়ে ও মোঃ শফর আলী (৩৭),মুন্সিগঞ্জ জেলার,সিরাজদিখান থানার বালুরচর ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত মোঃ আশেক আলীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে,চকরিয়া থানার এস আই মোহাম্মদ আল ফোরকান, এ এস আই মোঃ মামুনুর রশিদ, এ এস আই মোঃ মনিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুলাহাজারার মহাসড়কস্থ রিংভং চেকগেট ভাঙ্গা বিল্ডিংনের সামনে সেন্টমার্টিন সিভিউ পরিবহন বাস যাহার রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৪-৬৬৯৮ এর A-1, A-2 সিটের যাত্রীর দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।তাদের কথামতে তাদেরকে বাস হইতে নামিয়ে বাসের মালামাল রাখার বক্স খোলে মোর্শেদা আকতার এর ব্যবহৃত ১টি মেরুন বর্ণের ট্রলি ব্যাগের ভিতরে রক্ষিত সাদা পলিথিনের ভিতর সেলাই করা অবস্থায় রক্ষিত তিন হাজার একশত পিচ ইয়াবা ও মোঃ শফর আলী এর ব্যবহৃত ১টি ঘাঢ় নীল বর্ণের ট্রলি ব্যাগের রক্ষিত সাদা পলিথিনের ভিতর সেলাই করা অবস্থায় রক্ষিত তিন হাজার একশত পিচ ইয়াবা ট্যাবলেট পেয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,গাড়ী তল্লাশী করে ইয়াবা সহ নারী,পুরুষ দুইজনকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর মাধ্যমে সোমবারে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।