জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউপি'র ৬নং ওয়ার্ডের সদস্য ওসমান গনির নেতৃত্বে জবরদখল চেষ্টা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে বাঁধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারী) বপলা ১১ টায় পূর্ব বড় ভেওলা ব্রাহ্মণ পাড়ায় ঘটেছে এ ঘটনা।
আহত আবদুল জলিল বলেন, বুধবার সকালে চকরিয়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ও পূর্ব বড় ভেওলা ইউপি'র চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না'র স্বামী নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার এফ আই আর ভুক্ত আসামী ইউপি সদস্য ওসমান গনির নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী আমাদের পৈতৃক জমি জবরদখল করতে এলে আমরা বাঁধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা আমার বাড়ির ভেতরে এসে আমাদের উপর হামলা করে, আমাকে ও আমার স্ত্রী খতিজা বেগম(৫০), আমার ছেলে মোঃ রিদুয়ানুল হক(২৫), মোঃ মিনার উদ্দিন(২২) ও মেয়ে ইয়াসমিন আক্তার(১৮)কে হাড় ভাঙা জখম করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আমার ছেলে রিদুয়ানের মাথার খুলি ফেটে গেছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আবদুল জলিলের পুত্র রিদুয়ান ও কন্যা ইয়াসমিন আক্তারের অবস্থার অবনতি হলে তাদেরকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুর্ব বড় ভেওলায় মারধরের ঘটনা অবগত হয়েছি। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।