ফরিদুল আলম দেওয়ান:
মহেশখালীতে একটি হত্যা মামলায় ১৩ বছর পর একজন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম রিদুয়ান (৩৫)। তিনি উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আধাঁরঘোনা গ্রামের আবুল কালামের পুত্র। গতকাল ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ঘোনাপাড়া থেকে তাকে গ্রেফতার করে মহেশখালী থানার এস,আই মোনায়েম ও এস,আই আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ।
নিহত আব্দু শুক্কুরের ছোট ভাই মোজাম্মেল হক শিপু জানান, গ্রেফতারকৃত রিদুয়ানসহ তার ওপর দুই ভাই আব্দুস সালাম ও ইসমাইল এবং তাদের পিতা আবুল কালাম বাড়ি ভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে ২০১০ সালের ৩১ জুলাই আমার ভাইকে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা গ্রেফতার এড়াতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডিতে আত্মগোপনে ছিল। গতকাল শনিবার ওই আসামিকে শাপলাপুর এলাকায় পেয়ে পুলিশ গ্রেফতার করে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের পলাতক ওই আসামিকে শাপলাপুর এলাকায় জমিতে কাজ করা অবস্থায় গ্রেফতার করা হয়।