রহমান তারেক :
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৪ মার্চ) রাতে কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ সাবরাং কাটাবুনিয়া থেকে মাদকগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি কোস্ট গার্ড।
বুধবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এসএম তাহসিন রহমান।
তিনি জানান, টেকনাফের সাবরাংয়ের কাটাবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঝাউবনের ভেতর দিয়ে একজন লোককে সাদা রংয়ের একটি শপিং ব্যাগ হাতে আসতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দিলে ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগটি ফেলে দ্রুত ঝাউবনের ভেতরে পালিয়ে যায়। কোস্ট গার্ড সদস্যরা শপিং ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগটি তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।