বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া টেকনাফে থাকা ৪৮০ রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই শেষ ৭ দিন পর ফিরে গেলেন বাংলাদেশে আসার মিয়ানমার প্রতিনিধি দল।
বুধবার (২২ মার্চ) ১০টার দিকে টেকনাফ জেটি ঘাট হয়ে নৌপথে মিয়ানমার চলে গেছেন প্রতিনিধি দলের সদস্যরা।
গেল বুধবার মিয়ানমারের প্রতিনিধি দলটি নাফ নদ হয়ে স্পিডবোটে টেকনাফ পৌঁছায়। কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'রোহিঙ্গারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করেছেন। সকালে প্রতিনিধি দলটির দেশে ফিরে গেছেন।'
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, মিয়ানমার প্রতিনিধি দলটি টেকনাফ স্থলবন্দর রেস্ট হাউসে প্রথম দিন ৭৬ রোহিঙ্গার তথ্য যাচাই করে। দ্বিতীয় দিনে ৭৭ জন, তৃতীয় দিনে ৭৪ জন, চতুর্থ দিনে ৬৯ জন, পঞ্চম দিনে ৭৫ জন, ষষ্ঠ দিনে ৮২ জন এবং সপ্তম দিনে ২৭ জন রোহিঙ্গার তথ্য যাচাই করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। মিয়ানমার ওই তালিকায় ৭০ হাজার রোহিঙ্গাকে গ্রহণ করতে প্রাথমিক বাছাই করে। এর মধ্যে প্রথম দফায় এক হাজার ১৪০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার পাইলট প্রোগ্রাম হাতে নেয়। ওই তালিকার রোহিঙ্গাদের তথ্য যাচাইয়ে প্রতিনিধি দল বাংলাদেশ আসে।