ইকরাম চৌধুরী টিুপু :
রামু উপজেলার খুনিয়াপালং এবং উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে বংগোপসাগরে পতিত হয়েছে রেজু খাল।
এই রেজু খালের পাড়ে গড়ে উঠেছে "তারি" বাগান।প্রাকৃতিকগত ভাবে এই বাগান গড়ে উঠেছে। স্হানীয় কয়েক জন বাসিন্দা এই বাগান পরিচর্যা করে এবং তারির রস আহরণ করে।
বুড়ো বুড়িরা বলে থাকে শরীরের বিভিন্ন অসুখ বিসুখে নাকি এই তারির রস খুবই উপকার হয়। বিশেষ করে শরীরের নানা ব্যথা নিরাময়ে তারির রস খাওয়ানো হয়। অনেকেই আবার সখ করে পান করে। বেশি খেলে নাকি আবার মাথা ঘুরায়। আমার অবশ্যই এই রস খাওয়ার সাহস হয়নি।
নোট :
এনটিভির রির্পোটার ইকরাম চৌধুরীর এফবি থেকে নেয়া