বিডি প্রতিবেদক :
সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে অবশ্যই নারীদের ক্ষমতায়ন করে তাদের এগিয়ে আনতে হবে। এই কথা যে রাষ্ট্র বা সমাজ যত আগে বুঝতে পেরেছে তারা ততআগে উন্নতী করেছে। নারীদের অংশগ্রহন ছাড়া যেমন পরিবারে সুন্দর্য্য আসে না ঠিক তেমনি রাজনৈতিক এবং সামাজিক কাজেও নারীকে সঠিক ভাবে মূল্যায়ন করা হলে সর্বখেত্রে আরো সুন্দর এবং ভাল ফলাফল আসবে। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্কের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ২৯ মার্চ বেলা ১১ টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে খান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্টানে নারী নেত্রীরা বলেন,এখন পরিবেশ আগেও চেয়ে উন্নত হয়েছে বর্তমান সরকার নারীদের কাজ করার জন্য অনেক সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে,আইনের মাধ্যমে নারীদের অনেক অধিকার দিয়েছে। উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,এতে আরো বক্তব্য রাখেন মহিলা চেম্বার অফ কমার্সের সভাপতি জাহানারা ইসলাম,বিকশিত নারী নেটওয়ার্কের সভাপতি শামিমা আক্তার,জেলা লিগ্যাল এইডের প্যনেল এডভোকেট সাকি এ কাউসার,সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান,বাংলাদেশ নারী প্রগতি সংঘের সাহেদা পারভিন,সদর উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সাজেদা বেগম,চকরিয়অ উপজেলা অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বদরুন্নেছা কলি,জালিয়া পালং ইউপি মেম্বার মর্জিনা বেগম,সুখের ঠিকানা মহিলা সংঘের রুবী রুদ্র,দি হাঙ্গর প্রজেক্টের আরমান,খান ফাউন্ডেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম,আল আমিন প্রমুখ।