বিডি প্রতিবেদক :
কক্সবাজার শহরের নতুন বাহার ছড়া এলাকার সামাজিক অলাভজনক সংগঠন হামিম মফিজ ফাউন্ডেশন অন্যান্য বছরের মত এ বছরও রমজানের শুরু থেকে মাস ব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছে। প্রথম রমজান থেকে শুরু হওয়া এই ইফতার বিতরণ কার্যক্রম চলবে রমজানের শেষ দিন পর্যন্ত।
হামিম মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বিকালের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, নানা শ্রেণীর শ্রমিক, দিনমজুর, টমটম চালক সহ নিম্ন আয়ের মানুষগুলোর কাছে পৌঁছে দিচ্ছে ইফতার সামগ্রী।
এ বিষয়ে হামিম মফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী , সমাজকর্মী জয়নাল আবেদীন বলেন,এ ফাইন্ডেশন সব সময় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আমরা সাধারন মানুষের জন্য কাজ করি।
কক্সবাজার শহরের উত্তর নুনিয়ার ছড়া, ঠুইটা পাড়া, ফিসারি ঘাট, 6 নাম্বার খাট, নতুন বাহারছড়া, ঝাউতলা, গাড়ির মাঠ, হলিডে মোড়, বাহার ছড়া, বাজার ঘাটা, বড়বাজার এলাকা, সদর হাসপাতাল, ও বিভিন্ন মসজিদে প্রতিদিন বিকালের পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ইফতারি পৌঁছে দেওয়া হয়। ফাউন্ডেশনের অফিসে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা ইফতারি গুলো জাহেদ, রকিবুল ইসলাম, আরাফাত হোসেন সহ হামিম মভিজ ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবক সাধারণ মানুষদের কাছে পৌঁছে দিচ্ছে।
রমজানের শেষ দিন পর্যন্ত ইফতার বিতরণের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।