বিডি প্রতিবেদক :
আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচন। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।
আজ শনিবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সাবেক মেয়র সরওয়ার কামাল সংবাদ সম্মেলনের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
সম্মিলিত নাগরিক ফোরাম কক্সবাজার পৌরসভার ব্যানারে কক্সবাজার পৌরসভা নির্বাচন ২০২৩ এর মেয়র পদপ্রার্থী হিসেবে সরওয়ার কামাল সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে, তার দায়িত্ব কালীন সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফিরিস্থি তুলে ধরেন গণমাধ্যম কর্মীদের সামনে। কক্সবাজার কে একটি আধুনিক পর্যটন বানন্ধব পৌরসভা করার লক্ষ্যে আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহবান জানান।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা ও য়ারেছ, মনতাজুল ইসলাম, মাস্টার তৈয়ব, সৈয়দ আলম, সৈয়দ হোসেন, লুৎফুর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম সহ সম্মিলিত নাগরিক ফোরাম কক্সবাজার পৌরসভার বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।