বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
আগামী ১২ই জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজার পৌরসভা নির্বাচন।
নির্বাচনে কক্সবাজার পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও ১২৩ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত আসনের বর্তমান কাউন্সিলর শাহেনা আক্তার পাখি আবারো একই পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। আজ শুক্রবার ছিল নির্বাচনের প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন। প্রতীক বরাদ্দের সময় আনারস প্রতীকের দুইজন দাবিদার থাকায় লটারিতে যেতে হয় জেলা রিটার্নিং কর্মকর্তাকে। শেষ পর্যন্ত লটারিতেই আনারস প্রতীক পান শাহেনা আক্তার পাখি। আবারো আনারস প্রতীক পাওয়াই তার কর্মী সমর্থকরা উল্লাসে মেতে উঠেন। তারা তাদের প্রিয় প্রার্থী শাহেনা আক্তার পাখি কে সাথে নিয়ে আনারস প্রতীকের স্লোগান দিতে দিতে নির্বাচন কার্যালয় ত্যাগ করেন।
এ সময় নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যেই শাহেনা আক্তার পাখি বলেন, আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি,জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের খাদেম হিসেবে থাকতে চায়। আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে এক দুই তিন নাম্বার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে শাহানা আক্তার পাখিকে পুনরায় আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।