বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক :
আগামী ১২ ই জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে কমিশনের তফসিল অনুযায়ী আজ শুক্রবার ছিল প্রতীক বরাদ্দের দিন। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার সকাল দশটায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন। কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে দলীয় প্রতীক নৌকা বরাদ্দ দেওয়ার পর। গণমাধ্যমের সাথে কথা বলেন প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী।
এ সময় তিনি গণমাধ্যম কে বলেন,জনগনের জন্যই আমার নির্বাচন।
মাহবুবুর রহমান চৌধুরীর সাথে প্রতীকের জন্য জেলা নির্বাচন অফিসে আসেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সহ চারজন দলীয় নেতা।
কক্সবাজার পৌরসভার বর্তমান সরকারের করা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ই জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান নৌকা প্রতীকের প্রার্থী।