বিডি প্রতিবেদক :
আগামী ১২ ই জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে কমিশনের তফসিল অনুযায়ী আজ শুক্রবার ছিল প্রতীক বরাদ্দের দিন। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার সকাল দশটায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।
এ সময় কক্সবাজার পৌরসভা নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে অংশ নেওয়া মেয়র প্রার্থী মাসাদুল হক রাশেদকে নারিকেল গাছ প্রতীক দেওয়া হয়। রিটার্নিং অফিসার জানান, তিনি শুরু থেকেই নারিকেল গাছ প্রতীক চেয়েছেন। যেহেতু এই প্রতীকের আর কোন প্রতিদ্বন্দ্বী নেই সে কারণে তাকে নারিকেল গাছ বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক পাওয়ার পর, গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া তুলে ধরেন নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসুদুল হক রাশেদ।
পরে তার কর্মী সমর্থকরা, নারকেল গাছ প্রতীকের মিছিল সহকারে মাশেদুল হকের রাশেদকে নিয়ে নির্বাচন অফিস ত্যাগ করেন।
এ সময় মাশেদুল হক রাশেদ বলেন, আমার পিতা কক্সবাজারের মানুষের জন্য অনেক কিছু করেছে।
আমরা সব সময় মানুষের উন্নয়নে কাজ করি। কক্সবাজার পৌরবাসীর সেবক হিসেবে কাজ করার জন্য এ নির্বাচনে অংশ নিয়েছি। আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি সকলের ভোট প্রার্থনা করেন।