রহমান তারেক :
নির্বাচন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কক্সবাজারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২২ জন সাংবাদিক।
‘অ্যাডভান্সিং লোকাল ইলেক্টোরাল রিপোর্টিং (অ্যালার্ট) প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ও ইন্টারনিউজের সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে সমষ্টি।
বোধবার (৭ জুন) দুপুরে কক্সবাজারের একটি হোটেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহীদ খান।
এর আগে মঙ্গলবার (৬ জুন) সকালে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
দুই দিনের প্রশিক্ষণে নির্বাচন বিষয়ে সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব এবং গুণাবলী নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
এতে প্রশিক্ষক ছিলেন, চ্যানেল আই’র সিনিয়র বার্তা সম্পাদক মীর মাসরুর জামান রনি, নাগরিক টিভির প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন,, সিনিয়র সাংবাদিক বোরহানুল হক সম্রাট ও চ্যানেল আই’র চট্টগ্রাম ব্যুরো প্রধান চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ফরিদ।
সবশেষে নির্বাচনী সংবাদ উৎস, তথ্য সংগ্রহ ও যাচাইসহ রিপোর্ট কাঠামো ও রোল প্লে গাইডের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হয়।