নুরুল আলম :
সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সোমবার দিনব্যাপী এ কর্মশালা
অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ। সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আঞ্চলিক কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।
কেন্দ্রের গবেষণা কার্যক্রম উপস্থাপন করেন ঊর্ধ্বতন ও বৈজ্ঞানিক কর্মকর্তা জাকিয়া হাসান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ খাইরুল আলম সবুজ।
আঞ্চলিক কর্মশালায় বিভিন্ন গবেষণা প্রকল্প নিয়ে পেপার উপস্থাপন করেন, জাহিদুল ইসলাম, মোঃ আকরামুজ্জামান, তোরাবুর রহমান, রায়হান হোসেন।
আঞ্চলিক কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের অর্ধ শত প্রতিনিধি অংশগ্রহণ করেন।