রহমান তারেক :
উখিয়া থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং ২০ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে উখিয়া রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন, ক্যাম্প-৩, ব্লক-এএ/১৪ এর দুদু মিয়ার ছেলে ফরিদ আলম (১৮)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, চট্টগ্রামের কেরানীহাট থেকে সকালে অস্ত্র রিসিভ করে ক্যাম্প-৩ এ দেওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি শেখ মোহাম্মদ আলী।