সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে অবস্থিত সুরম্য উপবন লেকে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডমের ফ্যামিলি পিকনিক সম্পন্ন হয়েছে।
শনিবার( ৮ জুলাই) দিনব্যাপী লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডমের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপবন লেকে এই মিলন মেলা সম্পন্ন হয়। উক্ত মিলন-মেলায় বিচিত্র ধরনের আয়োজন করা হয়। ছোটদের কায়াকিং ও প্যাডেল চালিত বোটে চড়া,অনুভূতি প্রকাশমূলক অনুষ্ঠান,বালিশ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডমের ফাস্ট ভাইস প্রেসিডেন্ট মিজানুল করিম এন্ড ওয়াইফ,সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শামশুদ্দীন ফারুকী এন্ড ওয়াইফ,আই পি পি ইঞ্জি: সাহেদ সালাউদ্দিন (এম জে এফ) ওয়াইফ,ডিরেক্টর জসীমউদ্দিন এন্ড ওয়াইপ,ডিরেক্টর জাহাঙ্গীর আলম এন্ড ওয়াইফ, ডিরেক্টর মাহবুব আলম এন্ড ওয়াইফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আকতার কামাল,সাংবাদিক সানজিদা আকতার রুনা প্রমুখ।
উক্ত মিলন-মেলায় ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট একরামুল হুদা ও ক্লাব সেক্রেটারি অধ্যক্ষ দিদার উল্লাহ অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন নাই বলে দু:খ প্রকাশ করেছেন।