মুকুল কান্তি দাশ,চকরিয়া.
কক্সবাজারের চকরিয়ায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. বাপ্পি (২৩) নামে এক ডেকোরেশন কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগষ্ট) বিকাল ৫টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা এলাকায় একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পি বিএমচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড উত্তর বহদ্দারকাটা এলাকার নুরুল আবছারের ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫নম্বর ওয়ার্ড মেম্বার মো. মানিক বলেন, বিকালে জেনারেটর চালু করতে গিয়ে অসর্তকতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বাপ্পি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ বিষয়টি কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ###