সুমন আহসান :
গর্জনিয়ার যোগাযোগ ব্যবস্থাসহ প্রত্যন্ত অঞ্চল নানা কারণে এখনো অবহেলিত রয়ে গেছে। তাই সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ এই জনপদকে ঢেলে সাজাতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচত করার আহবান জানিয়েছেন কক্সাবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। রোববার বিকেলে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউছুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরান চৌধুরী মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম নেওয়াজ, উপজেলা যুবলীগ নেতা মাসেদুল হক মাসুদ, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা এহেছান উল্লাহ মেম্বার প্রমূখ বক্তব্য রাখেন।
পরে আশপাশের কয়েকটি বাজারে গণসংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের সামনে তুলে ধরেন কক্সবাজার-৩ সদর, রামু এবং ঈদগাঁও আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান।