প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ১১:১৫ পি.এম
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে শেখ রাসেল দিবস পালিত

রহমান তারেক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালন করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। বুধবার (১৮ অক্টোবর) সকালে কউক এর মাল্টিপারপাস হলরুমে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস পালিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন, কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার (অব.)।
তিনি বলেন, ‘ঘাতকদের পরিকল্পনা ছিল বঙ্গবন্ধু পরিবারকে শেষ করে দেয়া। তাই ছোট্ট শিশুটিকেও বাঁচতে দিলো না ঘাতকরা। সেই কালো রাতে তারা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে বঙ্গবন্ধু পরিবারকে বাঙালি জাতির হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু পারেনি। প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু, শেখ রাসেল ও তাঁদের পরিবার বেঁচে আছেন। বঙ্গবন্ধু পরিবারকে জাতির কাছ থেকে আলাদা করতে পারেনি ঘাতকরা। বাঙালি জাতির উচিত এই ঘটনাটিকে ঘৃণা ভরে স্মরণ করা। ছোট্ট নিষ্পাপ একটি শিশু বঙ্গবন্ধু সবসময় জেলে থাকার কারণে যাকে বেশিদিন কাছেও পাননি। এমন শিশুটিকে ঘাতকরা নির্মম ভাবে হত্যা করলো। এমন হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর না হয় সেটা হবে আমাদের কামনা।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি দেশের মানুষ তাদের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করে। আমরাও বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় যুদ্ধে ঝাপিয়ে পড়া এবং ত্যাগের পর দেশ স্বাধীনের ইতিহাস স্মরণ করে উন্নত দেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথিত তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করছেন প্রধানমন্ত্রী।’
এসময় কউক কর্মকর্তারা তাদের বক্তব্যে শেখ রাসেলের জীবন সম্পর্কে আলোচনা করেন। বাবার হাত ধরে রাসেলের বেড়ে উঠা, স্কুল জীবন ও ঘাতকের নির্মমভাবে হত্যার ঘটনা আলোচনা করা হয়।
শেখ রাসেল দিবসে কউক রচনা প্রতিযোগিতার আয়োজন করে। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মাহি বিন আমিনুল হোছাইন প্রথম স্থান, তামিমা নূর দ্বিতীয় স্থান ও শাবনূর তৃতীয় স্থান অর্জনসহ ১০ জনকে পুরস্কৃত করা হয়।
সবশেষে বঙ্গবন্ধু পরিবারের প্রতিটি সদস্য ও জাতির জন্য দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িতে রাত দেড়টায় ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
###
Email : bdworld24net@gmail.com