নিজস্ব প্রতিবেদক
নিজের জন্মদিনে ১২০ জন ছিন্নমূল এতিম-পথশিশুকে খাওয়ানোর মাধ্যমে জন্মদিন পালন করলেন ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ওসমান গণি।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের কবিতা চত্বর সৈকত পয়েন্টে খাবারের আয়োজনটি করা হয়। এ সময় ওসমান বিন রহিম উল্লাহ ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
হাফেজ ওসমান গণি বলেন, ‘আমার জন্মদিনটা আমি ধুমধাম করে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের সাথে নিয়ে বড় পরিসরে পালন করতে পারতাম। কিন্তু ভেবেছি জন্মদিনটা অনাদর অবহেলায় বড় হওয়া ছিন্নমূল পথশিশু ও এতিমদের খাওয়ানোর মাধ্যমে উদযাপন করবো। তাই সৈকতের কবিতা চত্বর পয়েন্টে ক্ষুদ্র প্রয়াসে ১২০ জন এতিম-পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। এতে মনে হলো অন্যান্য সময়ের চেয়ে কয়েক হাজার গুণ বেশি আনন্দ পেয়েছি।’
তিনি বলেন, ‘এই পথশিশুদের আমাদের সন্তান, ভাই-বোন মনে করে ভালোবাসা উচিত। তাদের কখনো অবহেলা ও অনাদার করা যাবে না। একবেলা খাওয়ানোর মাধ্যমে ওদের আনন্দ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’