প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:০৯ পি.এম
লবণের ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ২

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে ‘লবণ বোঝাই ট্রাক’ থেকে আনুমানিক ৯০ কোটি টাকার বেশী মূল্যের ক্রিস্টাল মেথ আইস সহ দুই পাচারকারিকে আটক করেছে বিজিবি।
এসময় আটকদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৩ লাখ ৩৬ হাজার ২০ টাকা, ১ বোতল বিদেশি মদ, ১ টি ছোরা ও ৩ টি মোবাইল ফোন।
শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।
আটকরা হল- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)।
আটকরা জব্দ করা ট্রাকটির চালক ও সহকারি। তারা মাদক পরিবহন ও পাচারের সাথে জড়িত।
সংবাদ সম্মেলনে সৈয়দ ওয়াহিদুজ্জামাম তানজিদ বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফ দিক থেকে যানবাহন যোগে মাদকের বড় একটি চালান আসার খবরে বিজিবির রামু উপজেলার মরিচ্যা চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা লবণ বোঝাই একটি ট্রাক সেখানে পৌঁছালে থামানো হয়। এসময় ট্রাকটির চালক ও তার পাশে বসা লোকটির আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তারা মাদক পরিবহনের তথ্য অস্বীকার করে।
“ পরে ট্রাকটিতে ব্যাপক তল্লাশী চালানো হয়। এসময় লবণের একটি বস্তার ভিতরে কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া যায় ১৮ কেজি ২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এরপর আটকদের হেফাজত থেকে পাওয়া যায় নগদ ৩ লাখ ৩৬ হাজার ২০ টাকা, ১ বোতল বিদেশি মদ, ১ টি ছোরা ও ৩ টি মোবাইল ফোন। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৯০ কোটি টাকার বেশী। “
আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবির এ কর্মকর্তা বলেন, মাদকের এ চালানটি পাচারের মূলহোতা টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইল্যারবিল এলাকার কালা মিয়ার ছেলে আমির হোসাইন (৪১)। শুক্রবার রাতে তাকে আটক করতে টেকনাফের সাবরাংয়ে ব্যাপক অভিযান চালানো হয়। এসময় আমির হোসাইন পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। পরে তার বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে বাড়ীতে তল্লাশী চালিয়ে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। “
উদ্ধার করা মাদকগুলো নারায়নগজ্ঞে পাচারের উদ্দ্যেশে বহন করা হচ্ছিল তথ্য জানিয়ে সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, “ উদ্ধার হওয়া মাদকগুলো সীমান্তের কোন পথ দিয়ে, কিভাবে পাচার করে আনা হয়েছে এবং কোথায় মজুদ রাখা হয়েছে- এ ব্যাপারে আটকদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়া যায়নি। পলাতক আসামি ও মাদকের চালানটি পাচারের মূলহোতা আমির হোসাইনকে গ্রেপ্তার করা সম্ভব হলে সার্বিক তথ্যাদি জানা যাবে। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Email : bdworld24net@gmail.com