বিডি প্রতিবেদক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসন থেকে কল্যাণ পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক হাত ঘড়ি প্রতীক নিয়ে চকরিয়া পেকুয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। চলছে পথসভা ও উঠুন বৈঠক। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে গণমাধ্যমকে জানান।
কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, যেখানেই যাচ্ছি সেখানে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। চকরিয়া পেকুয়ার ভোটাররা এখানে পরিবর্তন চান। তাই তারা আগামী ৭ তারিখ হাতঘড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কল্যান পার্টির পক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ, চকরিয়া ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগ কাজ করছে। হাত ঘড়ি মার্কার পথসভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আজিমুল হক আজিম সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়মিত বক্তব্য রাখছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, চকরিয়া পেকুয়াতে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় দলের সাধারণ সম্পাদকের নির্দেশে আওয়ামী লীগ কল্যাণ পার্টির পক্ষে কাজ করছে।
কক্সবাজার পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী বলেন, গত পাঁচ বছর চকরিয়া পেকুয়ার মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে তারা তার পরিবর্তন চায়।
চকরিয়া চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, দলের নির্দেশে আমরা কল্যান পার্টির পক্ষে কাজ করছি। আমরা দেখছি মানুষ পরিবর্তন চায়। গত পাঁচ বছর চকরিয়া পেকুয়ার মানুষ অনেক জুলুম সহ্য করেছে। দখল বাজি হয়েছে ব্যাপক। সৈয়দ ইব্রাহিমের মত একজন মুক্তিযোদ্ধাকে জাতির শ্রেষ্ঠ সন্তান কে এবার সংসদ সদস্য নির্বাচিত করতে চায় চকরিয়া পেকুয়ার মানুষ।
কল্যান পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, দখলবাজ, গরু চোর সিন্ডিকেট সহ নানা অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চকরিয়া পেকুয়াবাসী। আমি তাদের প্রতিনিধি হিসেবে সব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়াই মানুষের ভালবাসায় আবদ্ধ হচ্ছি। আমি বলছি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা করব। ভোটাররা আমার উপর আস্থা রাখছে। আগামী ৭ জানুয়ারি তার প্রমাণ পাওয়া যাবে।