বিডি প্রতিবেদক :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম- তুমব্রুর সড়কের উপর পড়ে রয়েছে মিয়ানমারের একটি রকেট লঞ্চার। আর নিরাপত্তাজনিত কারণে বর্ডার গার্ড বাংলাদেশে'র (বিজিবি) সদস্যরা আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা পর্যন্ত লাঞ্চারটি সড়কে পড়ে রয়েছে। এর আগে দুপুরে একজন নারিী ধানক্ষেতে কাজ করতে গিয়ে ওটি দেখতে পায়।
স্থানীয়রা জানান, ওই নারী রকেট লাঞ্চার চিনতে পারে ক্ষেত থেকে সরিয়ে রাস্তায় ধারে রাখে। পরে লোকজন এটি চিনতে পেরে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সড়কটি যাতায়ত বন্ধ করে দেয়। ওখানো রকেট লাঞ্চারটি সড়কেই পড়ে রয়েছে।
কক্সবাজারের বিজিবি ৩৪ এর অধিনায়ক লে. কর্ণেল আবদুল্লাহ আল মাশরুকি বলেন, জায়গাটি লাল নিশানা ঘিরে রাখা হয়েছে। নিরাপত্তার কারনে ওই সড়ক যাতায়ত বন্ধ করার পাশাপাশি আশেপাশের লোকজন সরিয়ে নেয়া হয়েছে।