প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ১০:৪০ পি.এম
আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন ডুলাহাজারার অসিম কুমার মোহন্ত

চকরিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা অসিম কুমার মোহন্ত। কেন্দ্রীয় উপ-কমিটিতে তাকে সদস্য নির্বাচিত করায় ডুলাহাজারা বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত মঙ্গলবার (১৩ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী ও সদস্য সচিব এডভোকেট সিরাজুল মোস্তফা স্বাক্ষরিত ১৯০ জনের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ডুলাহাজারার কৃতিসন্তান অসিম কুমার মোহন্তকে উক্ত কমিটিতে সদস্য পদে নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছেন, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, মোঃ ইসহাক সহ ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জামিল হোছাইন, সিনিয়র সহ-সভাপতি কলিম উল্লাহ কলি, সম্পাদক মনছুর আলম ও ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম সাথে কেন্দ্রীয় নির্বাচন মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ ধন্যবাদ জানিয়েছেন।
Email : bdworld24net@gmail.com