প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ৯:২৮ পি.এম
কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বিডি প্রতিবেদক :
বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে ” এ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কেক কাটা, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভায় পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মুজিবুল ইসলাম,শিক্ষাবিদ সোমেশ্বর চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা,চিত্রাংকনসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতার শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কেক কাটা হয় এবং জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি বড় পর্দায় প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সরকারি বেসরকারি দপ্তর,শিক্ষার্থী সহ নানাশ্রেনী পেশার মানুষ সরাসরি উপভোগ করেন।
Email : bdworld24net@gmail.com