সদস্য ও পোষ্যদের উদ্দেশ্যে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসাইনের কিছু কথা —
১.অধিগ্রহণযোগ্য ভূমির মৌজা রেইট বৃদ্ধি ; ২.কাঁকড়ার দ্বিয়ায় সমিতির দাবী প্রতিষ্ঠা ; ৩. ভূমি জটিলতা নিরসন ; ৪.বদরখালী কলেজ ও ছনুয়া পাড়া খালের মামলাসহ সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিচারাধীন সকল মামলা দ্রুত নিষ্পত্তি ;
৫. ন্যায় নীতির ভিত্তিতে সালিশি বোর্ডের মামলা পরিচালনা নিশ্চিত করন ;
৬. দীর্ঘ দিনের অবহেলিত ৬৪ শেয়ারের দোকান ভিটার দখল নিশ্চিত করণ এবং
৭. সমিতির আয় ও ব্যয়ের স্বচ্ছতা রক্ষাসহ ইত্যাদি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদ প্রার্থী দেলোয়ার হোসাইন বিএ(অনার্স) এম, এ আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশি।