শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

খেলাধুলা যুবকদের মন ও মননের বিকাশ ঘটিয়ে অপরাধ থেকে দূরে রাখে-এমপি আশেক

নিউজ রুম / ৫৪০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :

মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেছেন, খেলাধুলা সাংস্কৃতিক চর্চা যুবকদের মন ও মননের বিকাশ ঘটিয়ে অপরাধ থেকে দূরে রেখে নৈতিক যুবসমাজ গঠনে ভূমিকা রাখে। তাই উঠতি বয়সের ছাত্র ছাত্রী ও যুবকদের প্রাতিষ্ঠানিক পুঁথিগত শিক্ষার পাশাপাশি উৎসাহিত করতে হবে। তিনি গতকাল ২৭ ফেব্রুয়ারি (সোমবার) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়ায় নবনির্মিত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মীর কাসেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউ পি চেয়ারম্যান ফরিদুল আলম,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক এহেসানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক সৈয়দুল কাদের, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ চৌধুরী শামীম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকছুদ আলম, হোয়ানক ইউনিয়ন আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মাহমুদ সবুজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, ৫ নং ওয়ার্ড আঃ লীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নোমান লেদু, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কান্তি দে, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম,
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক আনসারুল করিম ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইউপি সদস্য আশেক ইলাহী। উদ্বোধনী দিনে হোয়ানক বড়ছড়া আশেক মেম্বার একাডেমীকে ২-০ গোলে হারিয়ে কালার মারছড়া লাল দল বিজয় লাভ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর