শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

‘রাজনীতিকে যারা খেলার বিষয় মনে করেন, তারা রাজনীতি থেকে অবসর নেন’

নিউজ রুম / ১৩৯৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

চৌধুরী আবরার :
বিএনপি একটি গনতান্ত্রিক দল। নির্বাচনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। গনতান্ত্রিক দল হিসেবে বিএনপি নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস করে না। আওয়ামী রাজনীতি এবং নির্বাচনকে খেলায় পরিনত করেছে।
আজ শনিবার দুপুরে কক্সবাজারে এক মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপরোক্ত কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে কক্সবাজার জেলা বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি মানববন্ধন পালন করেছে। শনিবার বেলা ১১টায় থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মানববন্ধনে তিনি আরো বলেন, রাজনীতিকে যারা খেলার বিষয় মনে করেন, তারা আল্লাহ’রওয়াস্তে রাজনীতি থেকে অবসর নেন। আর বিএনপি যেদিন কর্মসূচি দেয় সেদিন আওয়ামী লীগের শান্তি সমাবেশ না করারও অনুরোধ করেন তিনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। মানববন্ধনে উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর