শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

উপকূল থেকে অস্ত্রসহ জলদস্যু আটক

নিউজ রুম / ৬৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উপকূল থেকে দেশিয় তৈরী বন্দুক ও গুলিসহ এক জলদূস্যকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৃহস্পতিবার ভোর রাতে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনৈক মো. হাবিবুল্লাহর দোকান সংলগ্ন বেড়ীবাধ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. ওসমান গনি (২৭) মহেশাখালী উপজেলার সাপেরডেইল এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
কোস্টগার্ড জানিয়েছে, ওসমান গনি কুতুবদিয়া উপকূলে সক্রিয় জলদূস্য বাহিনী কথিত মিন্টু গ্রুপের সদস্য। সে চিহ্নিত জলদূস্য এবং জলদূস্যতার অভিযোগে তার বিরুদ্ধে কুতুবদিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
লে. কমান্ডার মুনিফ তকি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের উপকূলীয় বেড়ীবাধ এলাকায় অপরাধ সংঘটনের জন্য কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে কোস্টগার্ড সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হয়।
” পরে আটক মো. ওসমান গনির হেফাজত থেকে দেশিয় তৈরী একটি বন্দুক ও দুইটি গুলি পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী আরেকটি বন্দুক ও তিনটি গুলি। ”
কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, ” কুতুবদিয়া উপকূলে সক্রিয় জলদূস্য বাহিনী মিন্টু গ্রুপের সদস্যরা দেশিয় কার্গো ও পন্যবাহী ট্রলারে ডাকাতি, মাছ ধরার ট্রলার লুট এবং জেলেদের জিন্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আটক জলদূস্য ওসমান মিন্টু বাহিনীর সদস্য। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।


আরো বিভিন্ন বিভাগের খবর