সৈকত থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

নিউজ রুম / ৪৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক
কক্সবাজার সমুদ্র সৈকত থেক কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে ট্যুরিষ্ট পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে দুটি ছুরিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টায় সৈকতে সুগিন্ধা পয়েন্টের প্রবেশমুখ থেকে তাদেরকে আটক করা হয।
ধৃতরা হলেন, ১. সোহেল মিয়া(১৯), ২. সাইফুল ইসলাম(১৯), ৩. মোঃ রাজু(১৭), ৪. মোঃ হোসেন(২১), ৫. আব্দুস শুক্কুর(১৯), ৬. মনজুর আলম(১৯) ও ৭. এহসান(১৭)।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, গোপনসূত্রে জানতে পারি একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা সুগন্ধা পয়েন্টে পর্যটকদের ছিনতাইয়ের উদ্যেশ্যে জড়ো হয়েছে। খবর পেয়ে সেখান থেকে ৭ জন কিশোরকে আটক করি। আরো কয়েকজন সদস্য পালিয়ে যায়।
তিনি আরো বলেন,বেশকিছুদিন যাবত একটি গ্রুপ সৈকত এলাকায় ছিনতাই করছিলো। পরে জানা যায় কয়েকটি কিশোর গ্যাং এই কাজে জড়িত। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর সত্যতা পাওয়া যায়। তাদের কাছ থেকে আরো কয়েকটি কিশোর গ্যাংয়ের তথ্য পাওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এএসপি আরো বলেন,আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর