জিয়াউল হক জিয়াঃ
পার্বত্য লামার ফাঁসিয়াখালী ইউনিয়ন িআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ (৪২) বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নিহতের নিজবাড়ী এ র্দূঘটনা ঘটেছে।
নিহত-মোঃ ইলিয়াছ (৪২) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৫নং ওয়ার্ডের ফুটেরঝিঁরি এলাকার আমির হোসেনের ছেলে।
মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেন চেয়ারম্যান নুরুল হোছাইন।নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান,বিকালে নিহত মোঃ ইলিয়াছ নিজ ঘরের ভিতরের দেওয়ালে লাগানো একটি বিদ্যুৎ সংযুক্ত বোর্ড খুলে কাজ করেন।এমতাবস্থায় বোর্ডে সংযুক্ত একটি তারে বিদ্যুৎ সঞ্চালন ছিল।হঠাৎ ঐতারে তার হাত লাগার সাথে-সাথে বিদ্যুৎ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে কাঁপনি দিয়েই তিনি ছিটকে মাটিতে পড়ে যান।তখন পরিবারে লোকজন তাকে ধরে ডাক্তারের কাছে নেওয়ার পূর্বেই সে মারা গেছে বলে উল্লেখ করেছেন।