রাজশাহী অফিস :
রাজশাহীতে চার্টাড লাইফ ইনসুরেনস কোম্পানির লিমিটেডের মৃত্যু বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেলে মহানগরীর বর্নালীর মোড়ে মরিয়ম টাওয়ারে অবস্থিত চার্টড লাইফ ইনসুরেনস কোম্পানির লিমিটেডের রাজশাহী সেলস অফিসে আনুষ্ঠানিকভাবে এই মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়।
রাজশাহী সেলস এর ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েটস অছিউর রহমান মিলটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চার্টাড লাইফ ইনসুরেনস কোম্পানি লিমিটেডের ডিএমডি এমদাদুললাহ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হক, এক্সিকিউটিভ অফিসার রবিউল ইসলাম, রাজশাহী সেলসের ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েটস এমদাদুল হক মন্ডল ও রাজশাহী প্রেস ক্লাবের সহ সভাপতি আবু সালে মো ফাততাহ।
চাঁপাইনবাবগঞ্জ এর সদর থানার সৈয়দ আব্দুল্লাহ ফারুক সম্রাট ৩ হাজার ৮৭০ টাকার একটি প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যুর কারনে এক লাখ টাকার বীমার চেক প্রদান করা হয়।