শিরোনাম :
মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ : আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনী গ্রেপ্তারের খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি রশিদনগরে বিএনপির মতবিনিময় ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান কক্সবাজার শহরে ‘ব্যাটারি চালিত ইজিবাইকের’ বিক্রির টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে এক যুবক নিহত ঈদগাঁওতে বৃদ্ধকে গুলি করে হত্যা অনরার দু:খ কষ্ট বুঝিলইবার লাই ও আইস্সে, রোহিঙ্গা ক্যাম্পে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব, শুনলেন গণহত্যার বর্ণনা প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার করবেন প্রতি ব্লকের ৭০ রোহিঙ্গা রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা

কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা

নিউজ রুম / ৬৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

শাহ নেয়াজ :

কক্সবাজার পৌরসভার উন্নয়নে আরবান ডেভেলপমেন্ট সিটি গভর্নমেন্ট প্রজেক্ট (ইউডিসিজিপি)’র আওতায় গুরুত্বপূর্ণ আরো তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)। ৩০ এপ্রিল বিকালে এই উপলক্ষে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় সভাপতিত্বে করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কস্তুরাঘাট এলজিইডি ব্রীজ হতে বিমানবন্দর সড়ক পর্যন্ত সড়ক ও ব্রীজ নির্মাণ কাজের জন্য পিএম ইউ, ইউডিসিজিপি, এলজিইডি এবং কক্সবাজার পৌরসভার মেয়রের মধ্যে ডেফিনিট প্ল্যান (পরিকল্পনা বাস্তবায়ন পরিকল্পনা) স্বাক্ষরিত হয়েছে। রাস্তা ও দুটি ব্রীজ নির্মাণ করা হবে। এছাড়া কক্সবাজার পৌরসভাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণের জন্য প্রাথমিক নকশা এবং সুগন্ধা পয়েন্ট হতে কলাতলী বেলী হ্যাচারী মেরীণ ড্রাইভ সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের প্রাথমিক নকশা জেলা পর্যায়ের স্টেক হোল্ডারদের উপস্থাপন করা হয়েছে।
সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম তারিকুল আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাজাহান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মোঃ রাশেদ উন নবী, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোস্তফা মুন্সী, সহকারী প্রকৌশলী সোহেল রানা, পর্যটন হোটেল শৈবালের ব্যবস্থাপক হারুনুর রশীদ, ইউডিসিজিপি’র টিম লিডার রেমন্ড গারমি ও গো, মেজবাহ উল আলম, নাসিরুল আলম, নাসির উদ্দিন, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও সহকারী প্রকৌশলী রুমেল বড়–য়া।


আরো বিভিন্ন বিভাগের খবর